দেশে যেহেতু লকডাউন ঘোষাণা করা হয়নি তাই অকারণে রাস্তাঘাটে সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন ।
শুক্রবার তথ্যমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভ ও বিটিভির মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এসময় তবে খুব বেশি প্রয়োজন ছাড়া জনগণকে অযথা বাইরে না বের হওয়ারও আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবিলার এ সময়ে নিম্নবিত্তের মানুষের জন্য কেজিপ্রতি ১০ টাকা হারে চাল বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর বক্তব্য সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং তার আহ্বানে সাড়া দিয়ে মানুষ গৃহে অবস্থান করছে।
তিনি বলেন, বেগম জিয়ার মুক্তিতে বিএসএমএমইউ, গুলশান এবং যাত্রাপথে মানুষের জমায়েত করোনা প্রতিরোধের এ সময় চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিএনপি।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031