এক পুলিশ সদস্য বাসের চালককে লাঠিপেটার পর ক্ষমা প্রার্থনা করে রক্ষা পেয়েছেন । চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (চুয়েট) বাসের চালককে সিএমপি’র ট্রাফিক বিভাগের এক কনস্টেবল কর্তৃক পেটানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টার দিকে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিইসির দিক থেকে চুয়েটের শিক্ষার্থীদের নিয়ে একটি বাস ষোলশহর দুই নম্বর গেট পার হওয়ার সময় ট্রাফিকের এক কনস্টেবল বাস চালককে লাঠি দিয়ে আঘাত করে। চালক সাথে সাথে বাসটি থামান। শিক্ষার্থীরা বাস থেকে নেমে ওই কনস্টেবলকে খুঁজতে থাকে। এ সময় চুয়েটের আরো তিনটি বাস সেখানে পৌঁছে। তারাও বাস থেকে নেমে কনস্টেবলকে খুঁজতে শুরু করে। পরিস্থিতি বুঝে ওই কনস্টেবল গা ঢাকা দেন। ঘটনা সামাল দিতে মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট এবং কনস্টেবলরা উত্তেজিত শিক্ষার্থীদের কাছে বারবার ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাফিক পুলিশদের উদ্দেশ্য শিক্ষার্থীরা বলেন, কোন আইনে বাস চালককে লাঠি পেটা করা হল, তা দেখানো হোক। আর যে দোষ করেছে তাকেই ক্ষমা চাইতে হবে। আশপাশের উৎসুক জনতাও শিক্ষার্থীদের পক্ষ নিয়ে এগিয়ে আসেন। এই ঘটনায় প্রায় ২০ মিনিট সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। দুইপাশে গাড়ির দীর্ঘ লাইন লেগে যায়। তবে শেষ পর্যন্ত ওই কনস্টেবলকে আর পাওয়া যায়নি। পরে উপস্থিত ট্রাফিক কর্মকর্তারাই পরিস্থিতি সামাল দিলে সড়কে অচলাবস্থার অবসান হয়।