ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তারা এ বিক্ষোভ প্রদর্শন শুরু করে। বেলা ১২টার দিকে একদল শিক্ষার্থী সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। শিক্ষার্থীদের দাবি, রুটিনসহ পরীক্ষার সময় ঘোষণা করতে হবে। আর এই ঘোষণা আসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছ থেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের উত্তর পাশে শিক্ষার্থীরা অবস্থান নেন। কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বললে শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধনের মতো করে দাঁড়িয়ে যায়। পুলিশ আবার তাদের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যাওয়ার নির্দেশ দেয়। এরপর পুলিশ তাদের দক্ষিণ দিকে নিয়ে গেলে শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে বিভিন্ন সেøাগান দিতে থাকে। এসময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) আজিমুল হক বলেন, শুরু থেকেই শিক্ষার্থীদের তাঁরা শহীদ মিনার অথবা জাতীয় প্রেসক্লাব এলাকায় যেতে বলছিলেন। তখন শিক্ষার্থীরা ১০ মিনিট সময় চান। কিন্তু তাদের আধা ঘণ্টা সময় দেওয়া হয়। তিনি বলেন, এরপর একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করতে চাইছিলেন। এ জন্য তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কয়েকজনকে আটক করা হলেও তিনি সংখ্যা জানাতে পারেননি।
গত ফেব্রুয়ারি মাসে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। এই কলেজগুলোর শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়াসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
