নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্ল¬াশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। রোববার দুপুরে মহানগরীর জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়াম থেকে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন এবং মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে ডিআইটি চত্বরে এসে পৌছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে যুবদলের নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। এসময় পুলিশি বাধা উপেক্ষা করে যুবদল নেতাকর্মীরা সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে মোশারফ বলেন, খালেদা জিয়াকে মানসিকভাবে দুর্বল করতেই এ ধরনের তল্ল¬াশি। পুলিশ দিয়ে বাধা দিয়ে বেশিদিন আর ক্ষমতাকে টিকিয়ে রাখা যাবে না। সময় এখন শেষ, গণতন্ত্রের বিজয় এখন সময়ের ব্যাপার। খোরশেদ বলেন, এই দিন দিন নয় আরো দিন আসবে। পালিত পুলিশ দিয়ে নয়, আগামীতে যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতিটি অফিস তল্ল¬াশি করবে ইনশাআল¬াহ্। উস্কানির জবাব উস্কানি দিয়েই হবে। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম সানোয়ার হোসেন, আহবায়ক রানা মুজিব, মনোয়ার হোসেন মন্তু, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান, মহানগর যুবদল নেতা আমির হোসেন প্রমুখ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
