পুলিশ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের এক তরুণকে হত্যার দায়ে সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)-এর বিরুদ্ধে গতকাল রবিবার মামলা করেছে ।
কাশ্মির মনিটর জানায়, নিহত ঐ তরুণ শ্রীনগরের বাতামালো এলাকার এসডি কলোনির বাসিন্দা। শনিবার সন্ধ্যায় তাকে বিসিএফ সদস্যরা গুলি করে হত্যা করে।
এক পুলিশ কর্মকর্তা জানান, সাজাদ হুসাইনকে হত্যার দায়ে বিএসএফের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা করা হয়েছে।
বিএসএফ ৩৮ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক রাজিন্দার বাগদে এই ঘটনার প্রতিবেদন পুলিশের কাছে জমা দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, বিসিএফের তিনটি গাড়ি আলোচাবাগ সেনাবাহিনীর ভেটেরিনারি ইউনিট থেকে হুমহামা বিএসএফ সদর দপ্তরের দিকে যাচ্ছিল। পথেই তাদের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছুড়ে কয়েকজন বিক্ষোভকারী। বিসিএফের এক সদস্যের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ঐ তরুণ। এরপর বিএসএফ সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। এতে সাজাদ হুসাইন নিহত হন।
