বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয় গতকাল রাজধানীর পল্টনের মহাসমাবেশ থেকে আজ শনিবার ঢাকার ৪ প্রবেশমুখে । পরপর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও একই কর্মসূচি ঘোষণা করা হয়। পরে ডিএমপি কমিশনার ঘোষণা যেদন কাউকে এই কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়নি। পরে রাতেই সরকারি দল আওয়ামী লীগ তাদের কর্মসূচি প্রত্যাহার করে।

ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে সাঁজোয়া যানসহ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশ বলছে, গাবতলীতে বিএনপি ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচিকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল ৯ টার দিকে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে পুলিশের ব্যাপক উপস্থিত দেখা যায়।

পুলিশ জানায়, আমিনবাজারে ২০ জন করে পাঁচ প্লাটুন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া এপিসি বুলেট প্রুফ একটি সাদা রংয়ের সাঁজোয়া যান অবস্থান নিয়েছে। তবে দুই দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, আমরা সকল বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে৷

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031