এক ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় আটক যুবক পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন রাজধানীর বাড্ডায় । তার নাম সাফায়েত তামরিন (৩০)।
বৃহস্পতিবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবদুল মান্নাফ বলেন, গতকাল রাতে বাড্ডা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ডিস ব্যবসায়ী খুন হন। এ ঘটনায় সাফায়েত তামরিনসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে সাফায়েত তামরিনের দেওয়া তথ্যমতে আফতাবনগর এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল তাকে নিয়ে অস্ত্র গুলি উদ্ধার ও আরও আসামি গ্রেপ্তার করতে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সাফায়েত তামরিন গুলিবিদ্ধ হন।
পরে বাড্ডা থানার উপরিদর্শক শহিদুল আলম তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফায়েত তামরিনকে ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন। তার বুকে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মো. মশিউর রহমান ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাফায়েতের ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
