ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম থানা হেফাজতে গ্রেপ্তার আসামি আত্মহত্যা করলে এর দায় পুলিশ এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ।
সোমবার সকালে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ হেফাজতে থাকা আসামির মৃত্যু প্রাথমিকভাবে আত্মহত্যা বলে জেনেছি। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে কেউ দোষী হলে তার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’
শনিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে আবু বক্কর সিদ্দিক বাবু নামে এফডিসির এক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ ওঠেছে। পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। আবু বক্কর এফডিসির ফ্লোর ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন।
