পুলিশ ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে ।

শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ও আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এছাড়া বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করে এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। এই লকডাউন অবস্থা চলতে থাকলে ঢাকার আইনশৃঙ্খলা অবস্থার কি হবে আলোচনা হয়েছে। এসময় ডিএমপি কমিশনার ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর-দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এই অবস্থা কত দিন চলতে পারে; সেটার সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করেছি।’

আসাদুজ্জামান খান বলেন, ‘লকডাউনে নারায়ণগঞ্জ ও ঢাকার অবস্থান আমরা স্ট্যাডি করলাম, দেখলাম সবচেয়ে করোনা আক্রান্ত রোগী এই দুই জেলায় বেশি। তাই এই দুই জেলায় আরও কড়াকড়ি করা হবে। রাজনৈতিক নেতাদের অনুরোধ করা হয়েছে, তাদের এলাকার লোকজন যেন লকডাইন মানে। সেই সঙ্গে পুলিশ আরও শক্তি প্রয়োগ করবে এবং কঠোর হবে।’

পুলিশকে কঠোর হওয়ার চেয়ে নমনীয় এবং মানবিক দেখা যাচ্ছে। শক্তি প্রয়োগ বলতে তারা কি করবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ব্যাপার হলো, পুলিশ যা করছে তা লিমিট রেখেই করছে। আর কি শক্তি প্রয়োগ করবে এটার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বুঝিয়ে বলবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একত্রিত হয়ে কাজ করবে, এটায় মূল কথা। দলমত নির্বিশেষে সবার ঘরে যেন ত্রাণ পৌছে যায়, সেই জন্য পুলিশ সহযোগিতা করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এছাড়া বৈঠকে সরকার যে রিলিফ দিচ্ছে তা যেন সুষ্ঠুভাবে বণ্টন করা হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি করতে বলেছেন। সেই কমিটিতে পুলিশকে সম্পৃক্ত করতে বলা হয়েছিল এবং তাই হচ্ছে।’

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031