পুলিশ ফাঁড়ির সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আসা অস্বাভাবিক রোগীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন। এ জন্য পালা করে (শিফট হিসেবে) কয়েকজন সদস্য হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্য পালন করতেন এবং অস্বাভাবিক রোগীদের বিষয়ে বিভিন্ন তথ্য একটি খাতায় লিপিবদ্ধ করতেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও পুলিশ সদস্যদের কাছ থেকে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য নিতেন। কিন্তু গতকাল রোববার থেকে তথ্য সংগ্রহের এ দায়িত্ব থেকে বিরত থাকছেন পুলিশ ফাঁড়ির সদস্যরা। যদিও তারা ফাঁড়িতে থাকছেন।
এ ব্যাপারে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, করোনা সতর্কতায় রোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ থেকে আপাতত বিরত থাকছেন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
