ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির পূর্বঘোষিত অনশন কর্মসূচি স্থান নির্ধারণ করতে পারেনি দলটি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি চাইলেও এখনো আগামীকালের কর্মসূচির স্থানের অনুমতি দেয়নি । তিনি জানান, ডিএমপিতে মহানগর নাট্যমঞ্চ, ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট ও প্রেসক্লাবে অনশন কর্মসূচির জন্য অনুমতি চেয়েছি। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো অনুমতি দেয়নি।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে গত শুক্রবার থেকে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি।
তারাই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার অনশন করবে।
