চাঞ্চল্যকর এ হামলার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি । গত বছরের ৪ নভেম্বর আশুলিয়ায় বাড়ইপাড়া পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তের হামলায় নিহত হন শিল্প পুলিশের কনস্টেবল মুকুল হোসেন। এছাড়া দাখিল করা হয়নি মামলার চূড়ান্ত প্রতিবেদনও। তবে মামলাটির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদন শেষ হয়েছে। খুব শিগগির তা আদালতে দাখিল করা হবে।

২০১৫ সালের এই দিনে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া নন্দন পার্কের সামনে পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন শিল্প পুলিশের তিন সদস্য। এসময় জিরানীর দিকে মোটরসাইকেলে করে তিনজনকে দেখে পুলিশ তাদের থামতে বলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল আরোহীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কোপে পুলিশ সদস্য মুকুল হোসেন ও নূর আলম আহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুকুল মারা যান।

হামলার পরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনার দিন রাতেই আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞতনামাদের আসামি করে একটি মামলা করেন। ঘটনা তদন্তে গঠন করা হয় কমিটি। মামলার তদন্তভার দেয়া হয় তৎকালীন আশুলিয়া থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহাকে। পরবর্তীতে মামলার তদন্তভার দেওয়া হয় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কাছে।

কিন্তু আলোচিত এই মামলাটির বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে কোনো গোষ্ঠী জড়িত ছিল কিনা তাও জানা যায়নি।

মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, ইতিমধ্যে মামলাটির সকল তদন্ত শেষ করা হয়েছে। দ্রুত আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে। মামলার গোপনীয়তার স্বার্থে এর বেশি জানানো যাবে না।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031