বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত পোষাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে রাজধানীর মিরপুর এলাকায় । এতে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে। শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর করেছে। সোমবার সকালে মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সংঘর্ষ চলছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেরিডিয়ান গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন ও ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে। পুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় শ্রমিকরা সনি সিনেমা হল, চিড়িয়াখানা সড়ক এবং ১ নম্বরসহ আশেপাশের এলাকার ছড়িয়ে পড়েছে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ বিষয়ে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী বলেন, সকাল ১০টার দিকে শাহআলী থানাধীন সি ওয়ান বিডি লিমিটেড নামে গার্মেন্টসটির শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামেন। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আহত হয়েছেন ওসি (অপারেশন্স) মেহেদি হাসান। হামলায় তার মাথা ফেটে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
