যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলো। প্রায় তিন বছর আগে এর ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন একটি আন্তর্জাতিক সহযোগিতামূলক চুক্তি থেকে কোনো দেশের বেরিয়ে যাওয়ার ঘটনা বিশ্বে এই প্রথম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু জাতিসংঘের বিধি অনুসারে, এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ৪ নভেম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের পরদিন।
আগামীতে চাইলে আবারও চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে যুক্তরাষ্ট্র। তবে এজন্য দেশটির কোনো প্রেসিডেন্টকে উদ্যোগ নিতে হবে।

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি গ্রহণ করা হয় জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের জন্য।
প্যারিস চুক্তিতে এই শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা দুই ডিগ্রি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান কর্মকর্তা প্যাট্রিসিয়া এসপিনোসা বলেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকায় চলে যাওয়ার কারণে একটি শূন্যতা তৈরি হবে এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।
তিনি আরো বলেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের এখনো একটি পক্ষ আমেরিকা। দেশটিকে এই চুক্তিতে ফিরে আসার ব্যাপারে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
