দিন দিন বেড়েই চলছে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা । এতে করে আমাদের জীবন অনেক সহজ হয়েছে। এখন পকেটে টাকা না থাকলেও স্মার্টফোন থেকেই পেমেন্ট করে দেওয়া সম্ভব। যদিও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর সুবিধা নিচ্ছে প্রতারকরা। যদিও একটু সাবধান থাকলেই গুগল পে এর মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে সুরক্ষিত থাকা সম্ভব।

কীভাবে গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন? 

স্টেপ ১। স্মার্টফোনে গুগল পে ওপেন করুন।

স্টেপ ২। এবার নিচে থেকে স্লাইড করুন। এখানে আপনি যে সব ব্যক্তিকে টাকা পাঠিয়েছেন অথবা আপনাকে যে সব ব্যক্তি টাকা পাঠিয়েছে সেই তালিকা দেখা যাবে।

স্টেপ ৩। এই তালিকা থেকে যে কোন ব্যক্তিকে ব্লক করে দেওয়া যাবে। ব্লক করতে কনট্যাক্টের উপরে ট্যাপ করুন।

স্টেপ ৪। এই নম্বর আপনার কনট্যাক্টে সেভ থাকবে ডাম দিকে উপরে তিনটি ডটে ট্যাপ করুন।

স্টেপ ৫। এখানে আপনি ব্লক অপশন দেখতে পাবেন।

স্টেপ ৬। ফোনে নম্বর সেভ না থাকলে নিজে থেকেই ব্লক অপশন চলে আসবে।

তবে গুগল পে পেমেন্ট সার্ভিসে কোন ব্যক্তিকে ব্লক করলে গুগল ফটোস ও হ্যাংআউট সহ সহ গুগল প্রোডাক্টে সেই ব্যাক্তি ব্লক হয়ে যাবেন। এর মধ্যে কয়েকটি সার্ভিস একবার ব্লক করলে ব্লক ওঠানো সম্ভব নয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031