বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম ডেবারপাড় ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর সহ-সাংগঠনিক সম্পাদক সেঞ্জু মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সন্ত্রাসীদের এই পৈশাচিক ও বর্বরোচিত হামলায় সেঞ্জু মিয়ার মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন । বিবৃতিতে তিনি এধরণের লোমহর্ষক ও পাশবিক হত্যাকান্ডকে সরকারের নির্দয় ও বেপরোয়া আচরণ উল্লেখ করে বলেন, রাষ্ট্রক্ষমতাকে নিষ্কন্টক করতেই প্রতিবাদী মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে সরকার উন্মাদ হয়ে উঠেছে। মৃতের স্বজনদের আহাজারী ও ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে উঠলেও বর্তমান সরকারের হিং¯্রতার দাবানল কোনভাবেই থামছে না। বিএনপি মহাসচিব অবিলম্বে সেঞ্জু মিয়াকে হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। তিনি নিহত সেঞ্জু মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মহাসচিব বলেন, সকল স্বৈরাচারের রেকর্ড অতিক্রম করে বর্তমান ফ্যাসিষ্ট সরকার সন্ত্রাস-নৈরাজ্য এবং কাল্পনিক মামলায় গ্রেপ্তারের মাধ্যমে দেশের প্রতিটি জনপদকে এখন কারাগারে পরিণত করেছে।

দেশের মানুষকে জিম্মি করে নির্যাতন-নিপীড়ণের নতুন নতুন ডাইমেনশন সৃষ্টির মাধ্যমে দেশে এখন চরম ভীতিকর অবস্থা বিরাজমান। ফেনীতে বিএনপি চেয়ারপার্সনের গাড়ীবহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলা দেশের সকল গণমাধ্যমে প্রচার ও প্রকাশ হলেও উল্টো বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ঘটনায় দেশবাসী বিস্মিত ও স্তম্ভিত। আওয়ামী সরকারের এহেন চরম প্রতিহিংসা ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া বানোয়াট মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031