বাংলাদেশ এক্সট্রা মোহরা (নকল নবিশ) এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত চাকরি স্থায়ী করণের এক দফা বাস্তবায়নের লক্ষ্যে অনিদিষ্টকালের কলম ও কর্ম বিরতি পালন উপলক্ষে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা সংগঠনের বিভাগীয় সভাপতি মুহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে ৪ ডিসেম্বর সকাল ১০টা হতে চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সট্রা মোহরা (নকল নবিশ) এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বিভাগীয় সহ-সভাপতি পারসেদ বিন আনোয়ার, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, বিভাগীয় অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মান্নান, বিভাগীয় সদস্য আসহাব উদ্দিন, চট্টগ্রাম জেলার সহ-সভাপতি নাজিম উদ্দিন, বেলাল উদ্দিন,  যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক রওশনুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক সুমন মিত্র, কার্য নির্বাহী সদস্য এফ.এম আলী আব্বাস, কামরুল আহসান, ইউসুপ মিয়া প্রমুখ। নেতৃবৃন্দ সকাল ১০টা হতে বাংলাদেশ এক্সট্রা মোহরা (নকল নবিশ) এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত চাকরি স্থায়ী করণের ১দফা বাস্তবায়নের লক্ষ্যে অনিদষ্টকালের কর্ম ও কলম বিরতী পালন করেন। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নকল নবিশরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। যাতে রাষ্ট্রের অনেক রাজস্ব আহরণ সহ বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছে। তাই নকল নবিশদের স্বীকৃতি প্রদান স্বরুপ চাকরী স্থায়ী করণের এক দফা দাবী জানান। অন্যতায় বৃহত্তর পরিশরে আন্দোলন গড়ে তোলা হবে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031