নয়টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন মুন্সীগঞ্জে করোনা সংক্রমণের বাধা নিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগম করার দায়ে । বৃহস্পতিবার গজারিয়া উপজেলার হোসেন্দী, জামালদী ও দড়িকান্দি এলাকায় এ অভিযান হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গজারিয়য়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান সাদী।
আদালত এ সময় সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে ব্যবসায়ী আনোয়ার হোসেন, অপু চন্দ্র, মো: মহসিন, আব্দুল গাফফার, সাগর মিয়া, রুবেল হোসেন,,নারায়ণ চন্দ্র নাজিম উদ্দিন ও ইউসিুফ মিয়াকে সাকুল্যে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
