ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে । আজ বৃহস্পতিবার সকালে নগর ভবনের বুড়িগঙ্গা হলে ম্যারাথন প্রতিযোগিতার প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ডিএসসিসি’র ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ এবং কর্পোরেশনের বিভাগীয় কর্মকর্তাদের এ সভা উপস্থিতি ছিলেন।
সভায় দ্রুততম সময়ের মধ্যে সকল দূতাবাস ও এ সংশ্লিষ্ট সকল দেশি-বিদেশি ক্রীড়া সংগঠনকে পত্র মারফত জানানোসহ প্রয়োজনীয় সকল যোগাযোগ সম্পন্ন করা এবং আয়োজন সফল করার লক্ষে সকল উপ-কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় তাপস লেন, মুজিববর্ষের মহান বিজয় ও স্বাধীনতা দিবসে একটি আত্মমর্যাদাশীল ঢাকাকে বিশ্বব্যাপী পরিচিত করতে আমাদের এই আয়োজন। সে আয়োজনে কোন কমতি রাখা যাবে না এবং আয়োজন হতে হবে জাঁকজমকপূর্ণ।
এ সময় তিনি ডিএসসিসি’র সকল স্তরের কর্মকর্তাদেরকে স্ট্যান্ডিং কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় করার নির্দেশনা দিয়ে বলেন, একটি বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজনে আপনারা সকলেই নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে এগিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি।
ম্যারাথন প্রতিযোগিতার রুট-ম্যাপ নির্ধারণ করে সেই অনুযায়ী আজ থেকে কাজ শুরু করে দিতে সকল দপ্তরকে নির্দেশনা দিয়ে তিনি বলেন, রুট-ম্যাপ করার সময় আপনারা ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে বিশ্বদরবারে উপস্থাপন করার বিষয়টি বিবেচনায় নেবেন।
ডিএসসিসি মেয়র সেই রুট-ম্যাপ ধরে যত ধরণের অবৈধ স্থাপনা এবং দখলদারিত্ব রয়েছে সেগুলোও উচ্ছেদ করার এবং ম্যারাথন-রুটকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে নির্দেশ দেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031