তিনি একটি অনলাইনকে সংবাদ সংস্থাকে জানান, আজ বাংলাদেশ সময় সাড়ে তিনটার দিকে বোয়িং ৭৭৭ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে।
মন্ত্রী জানান, একটা ইঞ্জিনে ফুয়েল প্রেশার কমে যাচ্ছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে সবচেয়ে কাছে বিমানবন্দর হিসেবে আশখাবাদে অবতরণ করেছে। বিমানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিবিসি ১০১১ (বিজি১০১১) সকাল ৯টা ১৪ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জন যাত্রী এবং নয়জন ক্রু রয়েছেন।
