অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। মাদক, জঙ্গি, নারী নির্যাতন, দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার ১১৬তম, ১১৭তম এবং ১১৮তম ব্যাচের আইন ও প্রশাসনের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতেও অর্থনৈতিক উন্নয়ন ধরে রেখেছে বাংলাদেশ। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। একটি উন্নয়নশীল দেশ হিসেবে যা যা করা দরকার, তার সবটুকুই আমরা করছি।’ ‘

আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। মহান মুক্তিযুদ্ধে যারা চক্রান্ত করেছিল, তারা দীর্ঘদিন ধরেই দেশকে পিছিয়ে রেখেছে। বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দেশের অর্থনীতি সমৃদ্ধশালী করার। প্রথমে আমরা স্বল্প মেয়াদে ২০১০-২০ পর্যন্ত পরিকল্পনা নিয়েছিলাম। দ্বিতীয় ধাপে ২০২১‌-২০৪১ সাল পর্যন্ত আমরা পরিকল্পনা নিয়েছি। এ পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

পাশাপাশি আমরা আগামী ১০০ বছরের পরিকল্পনা হাতে নিয়েছি,’ যোগ করেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক, অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। কারো মুখের দিকে চেয়ে নয় বরং মাদক, জঙ্গি, নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে।’ শেখ হাসিনা আরো বলেন, ‘একটি জাতির উন্নয়নে লক্ষ্যমাত্রা থাকতে হয়, অন্যথায় উন্নয়ন সম্ভব নয়। আমরা দেশের উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাত নিয়েছি। যারা গরিব মানুষ, ভাগ্যহারা মানুষ, তাদের জন্য কাজ করতে হবে।

আপনারা মেধা দিয়ে, মানুষকে সেবা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের যুব সমাজ লার্নিং অ্যান্ড আর্নিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সের মাধ্যমে নিজেরে পায়ে দাঁড়াতে পারবে। এখন থেকে ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দেওয়া হবে।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031