প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদকে আরও কাজে লাগানোর উপায় খুঁজতে চান । আর এ জন্য মানবসম্পদের সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন। তার কামনা, অস্ট্রেলিয়ার জ্ঞান সমৃদ্ধ করবে বাংলাদেশি শিক্ষার্থীদের।

শনিবার অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় দিন সকালে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি (ডব্লিউএসইউ) পরিদর্শনকালে পরমাত্তা সাউথ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্দেশে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তাসহ সবকিছু দিতে হবে। কাজেই সমুদ্রসম্পদ কীভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে।’

‘আমাদের মানবসম্পদ সক্ষমতা বাড়ানো প্রয়োজন। যেখানে অস্ট্রেলিয়া প্রশিক্ষণ ও ভোকেশনাল শিক্ষার মাধ্যমে অবদান রাখতে পারে। বাংলাদেশের শিক্ষার্থী যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের দেওয়া জ্ঞান তাদের ভালোভাবে অর্জন করতে হবে।’

অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশিদের সে দেশে জ্ঞানার্জনের সর্বোচ্চ সুযোগ কাজে লাগানোরও আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, ‘এখানে যারা পড়তে আসে তাদের শুধু ডিগ্রি নিয়ে যাওয়া নয়, এদেশ থেকে তাদের অনেক কিছু শেখার আছে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বার্নি গ্লোভার, শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি বড় অংশ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়া একটি প্রিয় গন্তব্যস্থল। প্রায় ২০০ শিক্ষার্থী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।

‘বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের মাধ্যমে উন্নয়নের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে, আমাদের আরও বেশি মানবিক ক্ষমতা দরকার। অস্ট্রেলিয়া এক্ষেত্রে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দান এবং বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে অবদান রাখতে পারে।’

‘ডব্লিউএসইউ বর্তমানে বাংলাদেশ সরকারের বিচার ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে জন্য প্রশিক্ষণদান কর্মসূচির মাধ্যমে সহায়তা প্রদান করছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা সমুদ্রসীমা সমস্যার সমাধান করে ফেলেছি। সমুদ্রসীমার যে সম্পদ আছে সেই সম্পদকে আমাদের কাজে লাগাতে হবে। অর্থনৈতিক উন্নয়নে এই সম্পদ অনেক অবদান রাখতে পারে।’

‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তাসহ সবকিছু দিতে হবে। কাজেই সমুদ্রসম্পদ কীভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে।’

‘আমাদের মানবসম্পদ সক্ষমতা বাড়ানো প্রয়োজন। যেখানে অস্ট্রেলিয়া প্রশিক্ষণ ও ভোকেশনাল শিক্ষার মাধ্যমে অবদান রাখতে পারে। বাংলাদেশের শিক্ষার্থী যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের দেওয়া জ্ঞান তাদের ভালোভাবে অর্জন করতে হবে।’

এর আগে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিশ্ববিদ্যালয়টির ইন্সটিটিউট অফ ওসন গভার্নেন্সের সামনে ২০১৭ সালে বঙ্গবন্ধুর এই আবক্ষ ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031