প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধবস্ত দিনাজপুরের দূর্গত এলাকা পরিদর্শন এবং বানভাসি মানুষকে ত্রাণ বিতরণে আগামীকাল সকালে দিনাজপুরে যাচ্ছেন । তিনি সকাল ১১টায় দিনাজপুর জেলা স্কুল আশ্রয় কেন্দ্র এবং বেলা ১২টায় বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে সাদুবাদ জানাচ্ছেন দিনজপুরবাসী। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বন্যার্ত মানুষদের জন্য সুবার্তা বয়ে আনবেন এমনটাই প্রত্যাশা করছেন তারা।
বন্যার পানি নেমে গেলেও দিনাজপুরে বন্যায় বানভাসি প্রায় সাড়ে ৬ লাখ মানুষের মধ্যে প্রায় ৫০ হাজার দূর্গত মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। বিশুদ্ধ পানি ও খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে বন্যা দূর্গত বিভিন্ন এলাকায়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
