প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের উচ্চ সংখ্যার জনগোষ্ঠীর দেশগুলোর জোট ‘ই-নাইন ফোরাম’র মন্ত্রী পর্যায়ের একাদশতম সম্মেলনের উদ্বোধন করেছেন ।
রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এতে সদস্য দেশগুলোর মন্ত্রীরা উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে সরকার জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী এগিয়ে চলেছে। এরই মধ্যে দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেন্ডার সমতা নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, এই সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা এমন একটি সুপারিশ দিতে পারবেন যা বিশ্বের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
