
ঢাকা : ৩০টি হলেও এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩১ রোজা রাখতে হয়েছে পবিত্র রমজানের রোজা । কারণ রোজা শুরুর সময় তিনি ছিলেন সৌদি আরবে। আর সেখানে রোজা শুরু হয়েছে বাংলাদেশের একদিন আগে। দেশে এবার ৩০ রোজা পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীকে সব মিলিয়ে ৩১ রোজা রাখতে হয়েছে।
সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গত ৩ জুন সৌদি আরব যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি সেখানে পবিত্র ওমরাহ পালন করেন। প্রধানমন্ত্রীর সফরকালে ৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়। প্রধানমন্ত্রী ৭ জুন দেশে ফেরেন।
