প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণের বদলে ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন। শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থার আওতায় কেউ দুশ’ টাকা জমা দিলে তাকে আরও দুশ’ টাকা করে দুই বছর পর্যন্ত দেওয়া হবে। এর মধ্য দিয়ে প্রত্যেকে স্বাবলম্বী হবে।’

তিনি বলেন, ‘সমবায়ের সঙ্গে যারা নিয়োজিত আছেন তারা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সমবায়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সমবায় দর্শনকে বঙ্গবন্ধু সত্যিকারের দর্শন হিসেবে দেখেছিলেন। এটাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু চেয়েছিলেন সমাজের ধনী-গরিবের বৈষম্য দূর করতে। এ দর্শন কাজে লাগিয়ে আমরা ধনী-গরিবের বৈষম্য কমাতে সক্ষম হয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের উন্নয়ন করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। তারপরও বহুদূর যেতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

সমবায়কে সোনার ডিম পাড়া হাঁসের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেকেই একসঙ্গে অনেকগুলো ডিম পাওয়ার জন্য হাঁসের পেট কেটে ফেলি। এটা যেন না করি। বরং সমবায়ের মাধ্যমে প্রতিদিন একটা করে ডিম পাওয়ার জন্য অপেক্ষা করবো।’

অনুষ্ঠানে পাঁচটি প্রতিষ্ঠান এবং পাঁচ ব্যক্তির হাতে সমবায় পুরস্কার ২০১৪ তুলে দেওয়া হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031