আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সফর সংক্ষিপ্ত করে । গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে রবিবার সিঙ্গাপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ভবন ইস্তানায় পৌঁছালে লি সিয়েন লোং তাকে স্বাগত জানান। সেখানে দুই পক্ষে একটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়াও দিনভর নানা আনুষ্ঠানিকতায় ছিলেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী বুধবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু এর মধ্যে নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্তের খবর পান প্রধানমন্ত্রী। তাই সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি আজ সন্ধ্যায় বাংলাদেশে অবতরণের কথা রয়েছে।

এদিকে বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পর সিঙ্গাপুরের স্থানীয় সময় রাত সাতটা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী সেখান থেকেই নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

নেপালি প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বলেন, ত্রিভূবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল পাঠাবেন। এই ঘটনায় প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার, বাংলাদেশ তা করবে।

গতকাল দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়া ইউএস বাংলার ফ্লাইটটি কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। এতে বাংলাদেশি ৩২, নেপালি ৩৩, চীন ও মালদ্বীপের একজন করে যাত্রী ছিলেন। এরই মধ্যে ৫০ জনের বেশি যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ।

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিমান সংস্থার ইতিহাসে এই ধরনের বিমান বিধ্বস্তের ঘটনা এর আগে ঘটেনি। স্বভাবতই বিষয়টি উদ্বেগের তৈরি করেছে। কেন এই দুর্ঘটনা সেটার কারণ জানার চেষ্টা চলছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031