জন্মদিন পালনের নাম করে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাজধানীর বনানীরদি রেইনট্রি হোটেলে। মাসখানেক আগের ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে গতরাতে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিরা হলো- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ। গত ২৮শে মার্চ এ ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, প্রধান আসামী ধনী পরিবারের ছেলে। তার পিতা একটি বিখ্যাত জুয়েলারির মালিক। ওদিকে, ধর্ষিতা এক তরুণী অভিযোগ করেছেন, ঘটনার পর থেকে আসামীরা ধর্ষণের ভিডিওর কথা বলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আসছিলো। আসামীরা ফোন করে বলে যে, বিষয়টি তোরা ভুলে যা। আর যখন আসতে বলি তখনই আসবি। লিখিত অভিযোগকারী এক ভিকটিম মানবজমিনকে বলেন, তারা আমাদেরকে ধর্ষণের বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়েছিল। কিন্তু ধারণ করা ভিডিও চিত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলার বিষয়টি চিন্তা করে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু প্রভাবশালীর সন্তানরা নানা কৌশলে বেচে যাওয়ার চেষ্টা করছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
