ভারত সফর শেষে দেশে ফিরে দেয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেশের মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। বাংলাদেশের নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না-একথা বলার দায়িত্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কে দিয়েছে এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, তার এ বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে।
আজ বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে সম্মিলত বৌদ্ধ নাগরিক কমিটির আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। তিনি বলেন, কয়েকদিন আগে আওয়ামী লীগের একটি টিম ভারত গিয়েছিল। কিন্তু ফিরে এসে তারা বললেন- ভারত বলেছে তারা বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না। এই কথার অর্থ কি? কেউ কি বলেছে- ভারত বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে।
