পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে প্রাণ গেল প্রাণ আরএফএল গ্রুপের মার্কেটিং কমকর্তা রিমন চন্দ্র দের (৩০)। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিবি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রিমন সীতাকুন্ড উপজেলার এলাকার রঞ্জন দের একমাত্র উপার্জনক্ষম ছেলে। তার পরিবারে বাবা, মা, স্ত্রী ও এক বছরের একটি মেয়ে রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে বলে জানান প্রতিবেশীরা।
রিমনের বন্ধু বিপ্লব জানান, রিমন প্রাণ আরএফএল গ্রুপে মার্কেটিং কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। কোম্পানীর পণ্য খালাস করতে তিনি আজ শনিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বন্দরের ভেতরে ঢুকেন।
এ সময় বন্দরের গেইট দিয়ে দ্রুতবেগে বেরিয়ে আসা একটি ট্রাক অপরদিক থেকে বন্দরের গেইটে প্রবশে করতে থাকা কাভার্ডভ্যান মাঝখানে তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুষড়ে গিয়ে থেতলে যান রিমন। পরে সেখানেই তার মৃত্যু ঘটে।
চট্টগ্রাম বন্দর থানার এসআই সোহরাব হোসেন জানান, খবর পেয়ে বন্দরের এনসিবি গেইট এলাকায় রিমন চন্দ্র দের থেতলে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
