চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন দেশের উন্নয়ন অব্যাহত রাখাসহ মাদকের ছোবল থেকে দেশকে মুক্ত রাখতে হলে জঙ্গি-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন,অভিভাবকদের অসচেতনতার কারণে সন্তানেরা মাদকের দিকে ঝুঁকে বিপথগামী হয়ে উঠছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এদের দমন করা সম্ভব নয়। তাই এসব বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে উপজেলা পর্যায়ে ইউএনও এবং জনপ্রতিনিধিদের নিয়ে গণশুনানির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও জঙ্গিদের গ্রেপ্তারে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
টেকনাফ হয়ে সমুদ্র পথে জেলেদের মাধ্যমে ট্রলারে করে ইয়াবাসহ নানান মাদকদ্রব্য আসছে চট্টগ্রামে। কোস্টগার্ড ও নৌ-পুলিশের তৎপরতা বৃদ্ধির পাশাপাশি টেকনাফের জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে পারলে সমুদ্র পথে ইয়াবা পাচার রোধ হবে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ গত আগস্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের প্রতিবেদনে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিএসবি) মুহাম্মদ রেজাউল মাসুদ, চিটাগাং চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, জেলা পিপি একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. অজয় কুমার দে প্রমুখ।
