‘ দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি বলেছেন । সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়িত হলে উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ। উন্নত রাষ্ট্র হিসেবে সব ধরনের সম্ভাবনাকে সফল করার সময় এসেছে এখন । ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের রাষ্ট্রে উপনীত হবে; ৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ।’

আজ শুক্রবার দুপুরে ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি ইউ.পি’র শতবর্ষী বিদ্যাপীঠ রোসাংগিরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শিক্ষা ছাড়া দেশ এগুতে পারবেনা। সরকার শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। স¤প্রতি প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে প্রায় বত্রিশ কোটি বই বিতরণ করা হয়েছে। পৃথিবীর কোথাও এমন নজির নেই।’

শতবর্ষী রোসাংগীরি উচ্চ বিদ্যালয় সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশে খুব সংখ্যক স্কুল আছে; যার একশ বছর পূর্ণ হয়েছে। প্রাচীণ এ প্রতিষ্টানটি মহীরূপ আঁকার ধারণ করেছে। দীর্ঘদিনের এ বিদ্যাপীঠ থেকে জ্ঞান আহরণ করা অগণিত ছাত্র দেশের অনেক জায়গায় তার দীপ্তি ছড়াচ্ছে।’

এ সময় মন্ত্রী হালদার উপর শীলেরহাট ঘাটে সেতু নির্মাণের প্রতিশ্র“তি দেন। হালদার বেড়িবাঁধের জন্য ইতোমধ্যে প্রায় ২৩০ কেটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে, একনেক সভায় অনুমোদন হলে অনতিবিলম্বে কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

‘‘এসো মিলিত হই প্রাণের উৎসবে শতবর্ষী বটতলায়’’ এ শ্লোগান নিয়ে শুরু হওয়া শতবর্ষ পূর্তির তিনদিন ব্যাপি উৎসব ও পূনর্মিলনীর গতকাল ছিল দ্বিতীয় দিন।

দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোসাংগীরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শতবর্ষ উৎসব উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি এস. এম শোয়াইব আল সালেহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হায়দার, আ.লীগ নেতা এইচ.এম আবু তৈয়ব, সমিতিরহাট ইউ.পি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, ফরহাদাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ ওসমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন ছাত্র রবিউল ইসলাম।

বিকেলে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হওয়ার কথা রয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031