কলেজ কর্তৃপক্ষ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা মাদক গ্রহণ করে কিনা তা নিশ্চিত হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে । তবে কলেজের কামারগাড়ি গেট এলাকার মার্কেটে টাকার বিনিময়ে কম্পিউটার ও ফটোকপির দোকানে পাওয়া যাচ্ছিল এসব ডোপ টেস্টের ভুয়া সনদ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাসেল মাহমুদ (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

রাসেল মাহমুদ গাইবান্ধা জেলার সাপমারা গ্রামের বাসিন্দা ও সরকারি আজিজুল হক কলেজের কামারগাড়ি গেট এলাকা মার্কেটের রাসেল কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানের স্বত্বাধিকারী। এ ছাড়া তিনি ওই কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্সের পরীক্ষার্থী।

র‌্যাব-১২ বগুড়া সূত্র জানায়, সরকারি আজিজুল হক কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীরা মাদক গ্রহণ করে কিনা তা নিশ্চিত হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এরপর র‌্যাব জানতে পারে কামারগাড়িতে কিছু কম্পিউটার ও ফটোকপির দোকানে সরকারি হাসপাতালের নাম ব্যবহার করে ডোপ টেস্টের ভুয়া ফলাফল দেওয়া হচ্ছে। দোকানিরা ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করছিলেন এসব সনদ।

এর পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে রাসেল নামের ওই যুবককে আটক করে। তার কাছ থেকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের নামে ভুয়া ডোপ টেস্টের ২২/২৩টি সনদ জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন বলেন, ‘আটক রাসেলের কাছ থেকে আমরা ২২ থেকে ২৩টি ভুয়া ডোপ টেস্টের ফলাফল পেয়েছি। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে সদর থানায় প্রেরণ করা হবে।’

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031