পুলিশি তদন্তে এখনও ফরহাদ মজহারকে অপহরণের তথ্য পাওয়া যায় নি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন। বিস্তারিত তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে। উল্লেখ্য, গত সোমবার ভোররাতে শ্যামলীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কবি, সাংবাদিক ও কলামিস্ট ফরহাদ মজহার। তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উদ্ধার অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরে যশোর থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশের জবানবন্দিতে ফরহাদ মজহার বলেন, বাসা থেকে বের হয়ে ঔষধ কিনতে যাওয়ার সময় অপহরণের শিকার হন। অপহরণকারীরা তাকে চোখ বেঁধে নির্যাতন করে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
