ছেলে-মেয়েদের দেখাশোনার পাশাপাশি সংসার সামলানোর দায়িত্ব পালন করে পুরুষরা। ফরেন ফিলেজ। যে গ্রামের প্রায় সব বউরা বিদেশে কাজ করে। অবসর সময়ে তারা একে অপরের বাড়িতে গিয়ে অন্যকে নিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠে এবং কার বউ কত টাকা বেতন পেল সেসব নিয়ে গল্প করে।

এসব স্বামীদের মধ্যে আছে দ্বন্দ-বাঁদাবাদি। এরা আবার ঝগড়াও করে মেয়েদের মত। কেউ কেউ পরকিয়া করে। কারো বউ আবার বিদেশে গিয়ে দালালের হাতে ধরা খেয়ে সর্বশান্ত হয়। কেউ স্বপ্ন পূরণ করতে না পেরে হতাশায় ভোগে, আবার কেউ শুধু সারাজীবন স্বপ্নই দেখে যায়।

চারপাশে ঘটে যাওয়া এমনই বিচিত্র ঘটনা তুলে নিয়ে নির্মিত হচ্ছে মেগা সিরিয়াল ‘ফরেন ভিলেজ’। নাট্যকার বরজাহান হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করছেন নির্মাতা ফরিদুল হাসান।

এই ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির, অরুনা বিশ্বাস, নাদিয়া, দিলারা জামান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, অ্যানি খান, আরফান আহমেদ, আব্দুল্লাহ রানা, জামিল হোসেন এবং আরো অনেকে। আগামী মার্চ থেকে বাংলাভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031