ফাইনাল আজ সিজেকেএস ইস্পাহানি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের । টুর্নামেন্টের শীর্ষ দল এফএমসি গ্রুপ এবং সারা এগ্রো ফার্ম লিমিটেড ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে। দুপুর ১২.৩০টায় এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট দল আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও গতকাল দ্বিতীয় রাউন্ডের শেষ দুটি খেলা ছিল রুটিন ওয়ার্কের মতো। এই খেলা দুটির প্রথমটিতে ইস্পাহানী গ্রুপ ৫ উইকেটে এফএমসি গ্রুপকে হারিয়ে সান্ত্বনার জয় লাভ করে। টুর্নামেন্টে এটি ছিল এফএমসির প্রথম পরাজয়।
খেলায় টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ইস্পাহানি গ্রুপ। প্রথমে ব্যাট করতে নেমে এফএমসি গ্রুপ নির্ধারিত ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে সাদিকুর রহমান এবং আবুল হাশেম রাজা ৮৪ রান সংগ্রহ করে ভালো শুরু এনে দেন। সাদিকুর ৪৯ বলে ৬৮ রান সংগ্রহ করেন ৮টি চার এবং ২টি ছক্কায়। রাজা সংগ্রহ করেন ২৯ রান। এছাড়া কফিল উদ্দিন ২২,রকিবুল হোসেন ১২ এবং শামসুদ্দিন বাপ্পা ২৬ রান করেন। ইস্পাহানী গ্রুপের মো. আরমান ২টি উইকেট লাভ করেন। এছাড়া আশরাফুল হোসেন,শরীফুল ইসলাম, ইমতিয়াজ উদ্দিন সুজন এবং ফখরুদ্দিন প্রত্যেকেই ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইস্পাহানি গ্রুপ ১৯.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটি দ্রুত ফিরে গেলেও শরীফুল ইসলাম ৪৫ বলে ৭৪ এবং আবু নেওয়াজ লিখন ২৯ বলে ৩৩ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন। শরীফুল তার ইনিংসে ৬টি চার এবং ৫টি ছক্কা মারেন। শেষ দিকে সাব্বির হোসেন এবং আশরাফুল হোসেন দুইজনেই অপরাজিত থাকেন যথাক্রমে ২০ ও ২২ রানে। তাদের ব্যাটেই জয়ের দ্বারে পৌঁছে যায় ইস্পাহানী। অতিরিক্ত রান যোগ হয় ১৪।
এফএমসির ইরফান হোসেন ২টি উইকেট লাভ করেন। ওবাইদুল,আবদুল্লাহ আল মামুন এবং শামসুদ্দিন বাপ্পা প্রত্যেকেই পান ১টি করে উইকেট।
খেলায় ইস্পাহানি গ্রুপের শরীফুল ইসলাম ৭৪ রান এবং ১টি উইকেট লাভের সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন ফুলকলি লি. এর এ.জি.এম (সেলস্ এন্ড মার্কেটিং) মো. জামাল উদ্দিন রাশেল।
দিনের অপর খেলায় সারা এগ্রো ফার্ম লি: ৭ উইকেটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মো. মামুন ১২,মাহবুবুল করিম ১৭,শরীফুল ইসলাম সৈকত২৪,নাজিম উদ্দিন ১১, ইনজামামুল হক ২৩,সুদীপ্ত দে ২১এবং সাজ্জাদ হোসেন ১১ রান করেন।
সারা এগ্রো ফার্ম লিমিটেডের বেলাল হোসেন ১৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। রতন দাস পান ২টি উইকেট। মুক্তার আলী,তানভীর হোসেন এবং মনিরুল ইসলাম প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে সারা এগ্রো ফার্ম লি: ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে নেয়। দুই ওপেনার মইনুদ্দিন রুবেল ৩৬,পিয়ার মো. সৌরভ ২৮ করেন। অধিনায়ক ইরফান শুক্কুর অপরাজিত ৩৩ এবং রতন দাস অপরাজিত ২৩ রান করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শরীফুল ইসলাম সৈকত ২টি এবং আশরাফুল কবির ১টি উইকেট লাভ করেন।
সারা এগ্রো ফার্ম লি: এর রতন দাশ ব্যাট হাতে ১৫ বলে অপ. ২৩ রান এবং বল হাতে ২ উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন প্যারাগন টেকনোলজি লি. এর ব্যবস্থাপনা পরিচালক, বশির আহমেদ এন্ড কোম্পানি লি. এর সিইও এবং রানস্কো সুয়েটার্স লি. এর পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন।
সিজেকেএস ইস্পাহানি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ বিকাল ৩ টায় এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
