বাংলাদেশ ফিলিপাইনের বিপক্ষে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল । প্রথমার্ধ শেষে শেষে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ০-১ গোলে। ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় ফিলিপাইন ‘বি’ দল। ডি-বক্সের মধ্যে বল পেয়ে কৌঁশলে বল জালে পাঠিয়ে দেন ড্যানিয়েলস।

বঙ্গবন্ধু গোল্ডকাপে শুক্রবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ফিলিপাইন ‘বি’ দল। দুই দলই ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এই ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

গত ১ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাওসকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ৩ অক্টোবর লাওসকে ৩-১ গোলে হারায় ফিলিপাইন। দুই ম্যাচেই হেরে লাওস বিদায় নেয়। আর শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ ও ফিলিপাইন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031