পুলিশ ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হুসেন আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ।

আটক মাদক কারবারি দস্তমপুর মধ্যপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। রবিবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর কোনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ হুসেন আলীকে আটক করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, হুসেন আলী দীর্ঘদিন ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। রবিবার সকালে ফেনসিডিল বিক্রি করার উদ্দেশ্যে পীরগঞ্জ শহরের দিকে রওনা হলে গোপন সংবাদে পুলিশ কোনপাড়া এলাকায় ওঁৎ পেতে থাকে। ওই সময় হোসেন আলীকে চ্যালেঞ্জ  করে পুলিশ। পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ বিষয়ে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হোসেন আলীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031