ঐক্যবদ্ধভাবে কাজ করা ঘোষণা দিয়েছন ফেনীতে গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারি । এতে উজ্জীবিত হচ্ছে জেলা যুবদল নেতাকর্মীরা।
বিশেষ করে জেলা সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিকের মুক্তির পর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি ফুল নিয়ে তার বাড়িতে ছুটে যান। আর একে ইতিবাচক হিসেবে দেখছে জেলা বিএনপি নেতাকর্মীসহ সমর্থকরা।
দলটির একাধিক নেতাকর্মী জানায়, ২০০৯ সালে গঠিত জেলা বিএনপির প্রচার সম্পাদক ও যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক। আর ছাত্র বিষয়ক সম্পাদক পদ ও যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি। এরপর থেকেই দলের বিভিন্ন সভা-সমাবেশে দুই পক্ষ অন্ত:কোন্দলে জড়িয়ে পড়েন। এ দুই নেতার দ্বন্দ্বে নেতাকর্মীরা বিভক্ত হওয়ায় রাজনৈতিক কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা ঘটে। ২০১৭ সালের ৮ জানুয়ারি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে দলীয় কর্মসূচী থেকে গাজী হাবিব উল্লাহ মানিককে গ্রেপ্তার করা হয়। কোন্দল থাকায় তার গ্রেপ্তারের প্রতিবাদে যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিল এমনকি উল্লেখযোগ্য সভা-সমাবেশও হয়নি। বিএনপির হাইকমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে দেখতে জেলা কারাগারে এলেও দূরে ছিলেন আনোয়ার হোসেন পাটোয়ারি। প্রায় ১৬ মাস কারাভোগের পর মুক্তি পাওয়া গাজী মানিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি শহরতলীর বিজয়সিংহে যান আনোয়ার হোসেন পাটোয়ারি। এসময় সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন আনসারী, যুগ্ম-সম্পাদক ভিপি হানিফ খান জয়, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন, সহ-প্রচার সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে বৈঠকে দুই নেতা ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে শক্তিশালী করতে ঐকমত্য পোষণ করেন। এছাড়া মুক্তির পর জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারি জানান, জেলা যুবদলের শীর্ষ দুই নেতা এক হওয়ায় তৃণমূল নেতাকর্মীরা মহাখুশি।
জেলা যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি ঢাকাটাইমসকে জানান, ‘দীর্ঘদিনের মতানৈক্য ভুলে আমরা একসঙ্গে কাজ করব। তৃণমূল নেতাকর্মীরাও চায় আমরা একসঙ্গে কাজ করি। আমরা দু’জন একসঙ্গে কাজ করলে নেতাকর্মীরা উজ্জীবিত থাকে।’
জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক বলেন, ‘আমাদের মাঝে কোন মতানৈক্য ছিলনা, যোগাযোগের ঘাটতি ছিল।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
