১৯ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের এ্যাডভোকেট সাইদুল ইসলাম জুয়েল নামের এক এজিপি (সহকারী গভর্নমেন্ট পি¬ডার) কে কোতয়ালী থানা পুলিশ। আজ শনিবার সকালে বরিশাল নগরীর নাজিরমহল¬াস্থ তার বাস ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আওলাদ হোসেন জানান, আজ সকালে কোতয়ালী থানার এসআই সাইদুল হকের নেতৃত্যে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে নাজির মহল¬াস্থ তার বাস ভবনে অভিযান চালায়।
এসময় সেখান থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উলে¬খ্য এজিপি এ্যাডভোকেট সাইদুল ইসলাম জুয়েলের স্ত্রী মুক্তি আক্তার বরিশাল আদালতের প্রশাসনিক ট্রাইব্যুনালের পিপি (সরকারী আইন কর্মকর্তা)।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
