পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে চতুর্থ দফায় তলব করেছে । বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে আনা হয়। মিয়ানমার দেখভালের দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মঞ্জুরুল করিম খান চৌধুরী তার সঙ্গে কথা বলেন। এসময় রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলে পরিকল্পিত চেষ্টার অংশ হিসেবে রাখাইন জুড়ে বর্মী সেনারা যে আগ্রাসী অভিযান চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এসব ঘটনায় বাংলাদেশ রোহিঙ্গা ভারে আক্রান্ত হচ্ছে এবং এক লাখ ছাব্বিশ হাজার মিয়ানামারের নাগরিক বাংলাদেশে অবৈধভাবে ঢুকে পড়েছে। সীমান্তে এখনও লাখো বাংলাদেশে প্রবেশের চেষ্টায় রয়েছে। এসব বিষয় উল্লেখ করে মিয়ানমারের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের এসব বাস্তুচ্যুত লোকদের সুরক্ষা নিশ্চিত করার জোর আহ্বান জানায় বাংলাদেশ। এসময় রাষ্ট্রদূতের হাতে একটি কড়া প্রতিবাদপত্র (নোট ভারবাল) ধরিয়ে দেয়া হয়। যাতে গত ২৫শে আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত রাখাইনের মুসলিম সম্প্রদায়ের ওপর যেসব হত্যাযজ্ঞ ও অত্যাচার চালানো হয়েছে এবং যেভাবে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করছে এর তথ্য তুলে ধরা হয়। এর আগে আরও তিন দফায় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
