চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই এই প্রথম ৮ জিবি র্যামের ফোন আনছে । ফোনটির মডেল নুবিয়া জেড১৮। সম্প্রতি এই ফোনটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে।
ফোনটিতে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫।
চীনের ওয়েবসাইট উইবো জানিয়েছে, নুবিয়া জে ১৮ ফোনটিতে ফুল স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এতে কার্ভড বেজেল ব্যবহৃত হয়েছে।
এতে রয়েছে ৫.৮ ইঞ্চির ফুল ওলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৮৯০x৩৭৮০ পিক্সেল। ফোনটির বিল্টইন মেমোরি ১২৮ জিবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চালিত জেড ১৮ ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। কানেকটিভিটির জন্য আছে ব্লুটুথ ৫.০। দ্রুত চার্জ দেয়ার জন্য রয়েছে কুইক চার্জ ৫.০।
ফোনটিতে ছবির জন্য রয়েছে ডুয়েল ২৪ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ফোনটি বাজারে আসলে এর দাম হবে ৫৮০ ডলার।
