সংশ্লিষ্টদের আইনি ঝামেলায় পড়তে হবে পরিবারের অনুমতি ব্যতীত নায়করাজ রাজ্জাককে নিয়ে কোনো বই প্রকাশ করলে তা নিয়ে। এমনটিই সাফ জানিয়ে দিয়েছেন নায়করাজ রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ। তিনি গতকাল মানবজমিনকে বলেন, বাবাকে নিয়ে ছটকু আহমেদসহ অনেকেই এখন বই লিখতে ইচ্ছুক বলে জেনেছি। তবে আমি সবার প্রতি সম্মান রেখে বলতে চাই আমাদের পরিবারের অনুমতি ছাড়া কেউই কোনো বই প্রকাশ করবেন না প্লিজ! এদিকে নায়করাজের বর্ণাঢ্য জীবনকাহিনী নিয়ে চিত্রনাট্যকার ও গুণী পরিচালক ছটকু আহমেদ একটি বই লেখার কাজ শুরু করেছেন। আসছে নতুন বছরের একুশে গ্রন্থমেলায় এটি প্রকাশ হবে বলে গত বুধবার মানবজমিনকে জানিয়েছেন তিনি। নায়করাজের জীবনী নিয়ে বইটির নামকরণ করা হয়েছে-‘নায়করাজ রাজ্জাক: টালিগঞ্জ থেকে ঢালিউড’। বিডি পাবলিকেশন বইটি আগামী একুশে গ্রন্থমেলায় আনবে। এটা জানার পর নায়করাজের ছোট ছেলে সম্রাট বলেন, বাবা কবে কোথায় কোন অনুষ্ঠানে যাবেন, কী করবেন সবকিছুই আমি জানতাম। কারণ, গত কয়েক বছর ধরে আমি বাবার সঙ্গে সঙ্গে থাকতাম। ছটকু আহমেদকে আমরা অবশ্যই সম্মান করি। তিনি এসেছিলেন কয়েক দিন আগে আমাদের বাসায়। তবে বাবার মৃত্যুর পর ৪০ দিনও পার হয়নি। তাই বই প্রকাশনা নিয়ে চূড়ান্ত কোনো কথা তার সঙ্গে আমাদের হয়নি। এমনকি যে প্রকাশনী থেকে বইটি বের হওয়ার কথা শুনছি তারাও তো কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আর ‘নায়করাজ রাজ্জাক: টালিগঞ্জ থেকে ঢালিউড’ বইয়ের এই নামটি নিয়েও আমার আপত্তি আছে। এখন বাবাকে নিয়ে অনেকেরই বই লেখার কথা শুনছি। তবে সেটা সঠিকভাবে সঠিক নিয়ম অনুসারে পরিবারের অনুমতি নিয়ে হোক- এটাই আমার চাওয়া থাকবে। এর হেরফের হলে আমরা সেই প্রকাশনীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031