চিত্রনায়িকা সিমলা দীর্ঘসময় চলচ্চিত্রে অনুপস্থিত থাকার পর রুবেল আনুশ নামে একজন তরুণ নির্মাতার একটি ছবিতে কাজ করেন। অসম প্রেমের গল্প নিয়ে করা এ ছবির নাম ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সিমলা মানবজমিনকে জানিয়েছেন, এরইমধ্যে ছবির নাম পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম ‘প্রেম কাহন’। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, শুরু থেকেই নানা ঘটনার মধ্যদিয়ে ছবির কাজটি শেষ করেছি। এবার ছবির নাম পাল্টে গেল। পরিচালক নতুন এ নামটি দিয়েছেন। এতকিছুর পরও ছবিটি দর্শকরা পছন্দ করলেই আমার পরিশ্রম সার্থক হবে। ‘প্রেম কাহন’ ছবির গল্প লিখেছেন রুবেল আনুশ নিজেই। ছবিতে আরো অভিনয় করছেন মামুন, শিমুল খান, বিপাশা, আরিয়ান, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন ও বাবুল। ২০১৪ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল রুবেল আনুশ পরিচালিত এ ছবিটি। পরিচালক রুবেল আনুশ বলেন, ছবির কাজ আরও আগে শেষ হতো। তবে এর শুটিং চলাকালীন মাঝামাঝি সময়ে গল্পে বেশ পরিবর্তন আনা হয়। যার কারণে ছবির নাম পাল্টাতে হচ্ছে। নতুন নাম ‘প্রেম কাহন’। নামটা আমার বেশ পছন্দ হয়েছে। সম্পাদনা শেষে খুব শিগগিরই সেন্সরে জমা দেবো ছবিটি। আমার বিশ্বাস দর্শকদের ছবিটি ভালো লাগবে। উল্লেখ্য, সিমলা অভিনীত আরও একটি ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। নাম ‘নাইওর’। চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন পরিচালক রাশিদ পলাশ। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আদনান আদীব খান। এখানে সিমলার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031