এক যুবকের পরিচয় মিলেছে নেত্রকোণায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই জনের মধ্যে । তিনি হচ্ছেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম সিকদার পাড়া মিনা এলাকার মৃত মো. হোসাইনের ছেলে উছমান গনি (৩৫)।
শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন। নিহত অপরজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানান ওসি।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নেত্রকোণায় পুলিশের সাথে কথিত গোলাগুলিতে অজ্ঞাত পরিচয়ের দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, তারা মাদক ব্যবসায়ী। ঘটনার সময় তিন পুলিশ সদস্যও আহত হন। তারা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ২টি পাইপগান, তিন হাজারের বেশি ইয়াবা ও ৭০৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
চলতি মাসের শুরু থেকেই কঠোর হাতে মাদক দমন অভিযানে র্যাব-পুলিশ। গত এক সপ্তাহে সারাদেশে কথিত বন্দুকযুদ্ধে ৫৯ জনের মৃত্যু হয়েছে। আর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে আরো পাঁচ জনের। এ নিয়ে নিহতের সংখ্যা হলো ৬৪। তারা সবাই মাদক কারবারি বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ওসি বোরহান উদ্দিন খান জানান, মনাং গ্রামে কিছু মাদক ব্যবসায়ী জড়ো হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি চালায়। পরে পুলিশ পাল্টা গুলি চালায়। এই গোলাগুলিতে দুইজন আহত হন। পরে তাদেরকে নেত্রকোণা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
