বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে চলমান অচলাবস্থা ভাঙার চেষ্টা করবেন । শনিবার তাদের মধ্যে আলোচনার কথা ছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনার বিস্তারিত জানা যায়নি। বিবিসি অনলাইন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বিচ্ছেদ পরবর্তী সময়ে বাণিজ্য চুক্তি নিয়ে অচলাবস্থা চলছে। এর আগে এক সপ্তাহ নিবিড় আলোচনা চলে উভয় পক্ষের আলোচকদের মধ্যে। এরপরই দুই নেতাকে বসে এই অচলাবস্থা দূর করার আহবান জানান তারা। এখন আগামি ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বিধিমালা মানবে বৃটেন। তাই চুক্তি করার জন্য সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
ব্রেক্সিট নিয়ে বেশির ভাগ চুক্তি সম্পন্ন হয়েছে, তবে মূল কিছু বিষয় রয়ে গেছে। এর মধ্যে রয়েছে মৎস্য আহরণ, ব্যবসায়ের জন্য রাষ্ট্রীয় ভর্তুকি পরিচালনা করার নিয়ম এবং কীভাবে চুক্তিটি কার্যকর করা হবে, সে বিষয়গুলোর সমাধান হয়নি।
বৃটেনের পক্ষের এক আলোচক বলেছেন, চুক্তি নিয়ে এ সপ্তাহের শুরুতে ইতিবাচক দিক দেখা গিয়েছিল। তবে ইউরোপীয় ইউনিয়নের মাছ ধরার ট্রলারগুলোকে ১০ বছর বৃটিশ জলসীমায় থাকতে দেয়ার দাবিটি পথ বদলে দিয়েছে। ফ্রান্সের ইউরোপবিষয়ক মন্ত্রী বলেছেন, তারা চুক্তিতে সন্তুষ্ট না হলে ভেটো দেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার দেশের মৎস্যশিল্প যাতে বৃটিশ জলসীমায় যথাযথ সুযোগ পায়, তা নিশ্চিত করতে চান।
