6_116855

ঢাকা ১৬ জুন :বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপির ইফতার মাহফিলে যোগ দিয়ে খালেদা জিয়া  বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমান সরকারকে ব্যর্থ, অথর্ব, অযোগ্য ও খুনী হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করছে। এর অনেক কিছুই জনগণ জানতে পারছে না। আবার তারা অন্যের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করে।
এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর প্রতীকের সভাপতিত্বে মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন- এলডিপি মহাসচিব ড. রেজোয়ান আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাতীয় গণতানন্ত্রিক পার্টির(জাগপা) শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মুসলিম লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের নায়েবে আমীর মজিবুর রহমান পেশওয়ারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আমমেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাতীয় পার্টি(কাজী জাফর) আহসান হাবীব লিংকন প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন- আবদুল্লাহ আল নোমান, চৌধূরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধূরী, আবদুল হালিম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

ইফতারের আগে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।২০ দলীয় জোটে নেতাদের মধ্যে আরও যারা অংশ নেন- কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, লিবারেল বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশে ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভুইয়া, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ইসলামিক পার্টির মহাসচিব মো. আবুল কাশেম, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মন্জুর হোসেন ঈসা, ইসলামী ঐক্য জোট একাংশের যুগ্ম-মহাসচিব মো. শওকত আমীন প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031