চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সব ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হলেও আবারো বাঁশখালী ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত হয়েছে। বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র এবং জেলা পরিষদের ১৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ ফখরুদ্দিন চৌধুরী (ঢোল প্রতীক) প্রার্থী হয়ে প্রথম পর্যায়ে মার্কা না পেলেও পরবর্তীতে কোর্টের নির্দেশে প্রতীক পেয়ে প্রচারপ্রচারণা চালান। পরে হাইকোর্টে ওই প্রার্থীর পক্ষে প্রচারপ্রচারণার জন্য পর্যাপ্ত সময় চেয়ে রিট পিটিশন (নং১৫৭৭০/২০১৬) দায়ের করলে কোট অন্তবর্তীকালীন আদেশ দেন। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (নং১৭.০০.০০০০.০৭৯.৩৯.০২০.১৬৬১৭) গত ২৭ ডিসেম্বর বাঁশখালী ১৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়। ওই আদেশ বাঁশখালীতে মঙ্গলবার গভীর রাতে পৌঁছায় অধিকাংশ প্রার্থী পরদিন যথারীতি ভোট প্রদানের জন্য কেন্দ্রে উপস্থিত হয়েও ভোট দিতে পারেন নি। পরে সংরক্ষিত (মহিলা) সদস্যপদে ভোট প্রদান দিয়ে তারা ফিরে যান।

বাঁশখালী কেন্দ্রে ১৭২টি ভোটের মধ্যে এডভোকেট কামরুন্নাহার (দোয়াত কলম) পেয়েছেন ১০৩ ভোট, শাহিদা আক্তার (হরিণ) পেয়েছেন ৫৬ ভোট, বাতিল হয়েছে ১ ভোট এবং ভোট দিতে আসেনি ১২ জন ভোটার। এই নির্বাচনে সাধারণ জনগণের সরাসরি অংশগ্রহণ না থাকলেও তাদের মধ্যে উৎসাহউদ্দীপনার কমতি ছিল না। তবে শেষ মুহূর্তে নির্র্বাচন স্থগিত হওয়ায় অনেকে হতাশা ব্যক্ত করেছেন। এসময় অনেককেই বলতে শোনা গেছে বাঁশখালীর নির্বাচনে কুফা লেগেছে। এর আগেও নানা কারণে বিভিন্ন ইউপিতে নির্বাচন স্থগিত হয়েছিল। এখন এসব বিষয় থেকে পরিত্রানের অপেক্ষায় আছেন বাঁশখালীবাসী।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031