বাংলাদেশের অভিনেত্রীদের পটভূমি এখন অনেকটাই পাল্টে গেছে বড় পর্দায় কিংবা ছোট পর্দায় যাই বলুন না কেন।  এখন মিষ্টি চেহারার সাথে যোগ হয়েছে আবেদনময়ী অঙ্গভঙ্গি।  আর তাতেই  জয় করে নিয়েছেন ভক্তদের মন।  এমনই কয়েকজন জনপ্রিয় তারকাদের নিয়েই আজকের প্রতিবেদন।

নুসরাত ফারিয়া মাজহার:  বর্তমান সময়ের সেরা আবেদনময়ী অভিনেত্রীদের শীর্ষে রয়েছেন নুসরাত।  একসময় টিভি উপস্থাপিকা, রেডিও জকি ও বিজ্ঞাপনের মডেলিং করলেও ওপার বাংলার বেশ কয়েকজন হিরোর সঙ্গে দারুণ জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।  তার অভনীত ‘বাদশা’ ছবিটি বেশ আলোচিত হয়েছিল।

বিদ্যা সিনহা মীম: বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে প্রতিষ্ঠিত অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।  লাক্স তারকা হিসেবে মিডিয়া জগতে পা রাখলেও এখন দারুণ সব বিজ্ঞাপন, টিভি নাটক ও সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন এ নায়িকা ও মডেল।

নুসরাত ইমরোজ তিশা: বর্তমানে অভিনয়ে মেধা তালিকায় রয়েছেন নুসরাত ইমরোজ তিশা ।  প্রথমে একজন মডেল হিসেবে থাকলেও এখন বহু টিভি নাটক ও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন।

পরিমনি: বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত নায়িকা পরিমনি।  ২০১২ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে অভিনয় জগতে পা রাখেন পরিমনি।  বর্তমানে অভিনয় ছাড়াও আইটেম গানেও বেশ পারদর্শী এই নায়িকা।

আঁচল: ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা আঁচল।  ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।  এ পর্যন্ত বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন আঁচল।

মাহিয়া মাহি: রাজশাহীর মেয়ে মাহিয়া মাহি নায়িকা হিসেবে আগমন করেই অনেক ভক্ত জুগিয়েছেন।  ২০১২ সালে সিনেমার ক্যারিয়ারের যাত্রা শুরু করেন মাহি।  ওপার বাংলার বেশ কয়েকজন হিরোর সঙ্গে দারুণ জুটি বেঁধে অভিনয় করে সুনাম অরজন করেন তিনি।

আলিশা প্রধান: আরেক ব্যতিক্রমী অভিনেত্রী আলিশা প্রধান।  তিনি ইতোমধ্যে নায়িকা বনে চলে গিয়েছেন।  প্রয়াত নির্মাতা চাষি নজরুল ইসলাম পরিচালিত ‘অন্তরঙ্গ’ ছবিই ছিলো তার অভিনীত প্রথম চলচ্চিত্র।  এর আগে কিছু নাটকে অভিনয় করেছিলেন আলিশা।  আইটেম গানেও বেশ পারদর্শী এই নায়িকা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031