শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে । দলীয় ৫২ রানে দিলরুয়ান পেরেরার বলে দিনেশ চান্দিমালের হাতে ক্যাচ হয়েছেন ওপেনার ইমরুল কায়েস। তিনি করেছেন ১৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭১ রান।
প্রথম ইনিংসে ২০০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। কারণ, প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৫১৩ রান। আর শ্রীলঙ্কা করেছে ৭১৩ রান। আজ চলছে ম্যাচের চতুর্থ দিনের খেলা।
বাংলাদেশের সামনে এখন ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ। ম্যাচ বাঁচাতে হলে অন্তত আগামীকাল সারাদিন ব্যাট করতে হবে। এখন দেখার বাংলাদেশ কতদূর যেতে পারে।
